দ্য ওয়াল ব্যুরো: বুকসমান জল নদীতে, আশা শুধু একটা দড়ি। পারাপার করতে তার ওপরেই নির্ভরশীল হয়ে পড়েছে একটা গোটা গ্রামের মানুষের 'স্বাভাবিক' জীবনযাত্রা।
দড়ি ধরে প্রাণের ঝুঁকি নিয়েই প্রতিদিন নদী পার হচ্ছেন ওড়িশার কন্ধামাল জেলার কাদামাহা গ্রামের বাসিন্দারা। কারণ, এলাকায় কোনও সেতু বা সঠিক সংযোগপথ নেই।
বালিগুড়া ব্লকের এই গ্রাম দিয়ে বয়ে চলা বুঢ়া নদী পেরোতে হয় স্থানীয়দের। এই গ্রামের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বুকসমান জলের মধ্যে দিয়ে নদী পার হচ্ছেন গ্রামের মানুষজন। কেবল একটি দড়ি তাদের ভরসা, যাতে জলের তোড়ে ভেসে না যান তাঁরা।