দ্য ওয়াল ব্যুরো: গোয়ার ভয়াবহ আগুনে (Goa fire incident) ২৫ জনের মৃত্যুর ঘটনাটি এখনও তাজা। তার মাঝেই ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে বড়সড় অগ্নিকাণ্ড (Bhubaneswar nightclub fire)। শনিবার রাতেই সত্য বিহার এলাকার একটি নাইটক্লাব-বারে হঠাৎই আগুন লাগে (Satya Vihar fire)। দাউ দাউ করে জ্বলতে থাকে বারটি। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়।
মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় মানুষের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য আগুন নেভানোর লড়াই চলে ঘণ্টার পর ঘণ্টা। দমকলের তৎপরতায় শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
#REL