দ্য ওয়াল ব্যুরো: মন্দিরবাজারে (Mandirbazar) বিজেপির মিছিল (BJP Rally) ও জনসভা নিয়ে টানাপোড়েন চলছিল কয়েকদিন ধরেই। অবশেষে সেই জট কাটল আদালতের হস্তক্ষেপে। শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন - বিজেপি নির্দিষ্ট নিয়ম মেনে মন্দিরবাজারে মিছিল ও সভা করতে পারবে। ফলে রাজনৈতিক উত্তাপের মাঝেই আদালতের নির্দেশ বিজেপির কর্মসূচিতে নতুন গতি যোগ করল।
বিজেপির তরফে জানানো হয়েছে, মিছিলে উপস্থিত থাকার কথা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তাই রাজ্যের রাজনৈতিক নজরও ছিল এই মামলার রায়ের দিকেই।
#REL