মুর্শিদাবাদ, মামিনুল ইসলাম
শ্রাবণের শেষ সোমবারে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে শিবভক্তদের ঢল নামল। বাঁকের নকশা বদলাতে শুরু করেছিল অনেক আগেই। সময়ের সঙ্গে মাটি থেকে প্লাস্টিকের ঘটের রমরমা বেড়েছে। গত কয়েক বছর ধরে রথে করে মূর্তি নিয়ে যাওয়ারও হিড়িক দেখা যাচ্ছিল। শ্রাবণের শেষ সোমবারে বহরমপুর-সাঁইথিয়া রাজ্যে সড়কে যেন কার্নিভাল। শিব, কালী, বজরংবলী থেকে ছত্রপতি শিবাজী কে নেই শিবভক্তদের মহামিছিলে!