দ্য ওয়াল ব্যুরো: বিহারের (Bihar) মুজফ্ফরপুরে বুধবার বিরোধী শিবিরের শক্তি দেখা গেল। কংগ্রেস নেতা (Congress) রাহুল গান্ধী (Rahul Gandhi) ও আরজেডি নেতা তেজস্বী যাদব বাইকে চেপে (Bike Rally) করলেন ‘ভোটার অধিকার যাত্রা’। তাঁদের সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। দাদার বাইকের পিছনেই বসে ছিলেন তিনি।
দরভাঙ্গা থেকে মুজফ্ফরপুরে ঢোকার মুখেই রাস্তার দু’পাশে সার বেঁধে দাঁড়িয়েছিল ভিড়। স্লোগান, হাততালি আর ফুলের বৃষ্টি মিশে গিয়েছিল যাত্রাপথে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীর বাইক-মিছিল যেন বিজেপি শিবিরকে কড়া বার্তা পৌঁছে দিয়েছে।