দ্য ওয়াল ব্যুরো: রিয়েল এস্টেট সংক্রান্ত মানি লন্ডারিং (money laundering) মামলায় রবার্ট বঢরার (Robert Vadra) নামে চার্জশিট দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED chargesheet)। এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে তাঁর পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রাহুল বলেন, 'গত ১০ বছর ধরে এই সরকার আমার ভগ্নীপতিকে হেনস্থা করে চলেছে। এই নতুন চার্জশিট সেই ধারাবাহিক ‘উইচ-হান্ট’-এরই অংশ (political witch hunt)।'