দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেন নির্ভর অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির (Sanjay Bhandari) সঙ্গে আর্থিক লেনদেন ও লন্ডনের বেনামি সম্পত্তি কেনাবেচা— এই অভিযোগেই কংগ্রেস নেতা প্রিয়ঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) স্বামী ব্যবসায়ী রবার্ট বঢরার (Robert Vadra) বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি (ED)
দিল্লির রাউস অ্যাভিনিউ (Delhi Rouse Avenue Court) আদালতে দাখিল হওয়া চার্জশিট নিয়ে ৬ ডিসেম্বর শুনানি হবে। রবার্টকে এ বছরের জুলাইতেই প্রায় পাঁচ ঘণ্টা জেরা করেছিল কেন্দ্রীয় সংস্থা।
#REL
লন্ডনের দু’টি দামী সম্পত্তি কেন্দ্রবিন্দুতে