দ্য ওয়াল ব্যুরো: ‘জয় শ্রীরাম’ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এ দিন দুর্গাপুরের (Durgapur, PM Meeting) জনসভায় বক্তৃতা শুরু করলেন সম্পূর্ণ বাংলায়, ‘‘বড়দের প্রণাম, ছোটদের ভালবাসা, জয় মা কালী, জয় মা দুর্গা’’ উচ্চারণ করে।
এর পর রাজ্যের দুর্নীতি, অনুন্নয়ন, আইনশৃঙ্খলার অবনতি ও তথাকথিত ‘গুন্ডা ট্যাক্স’ প্রসঙ্গে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন মোদী। প্রধানমন্ত্রীর অভিযোগ, “বাংলার সংস্কৃতির এত ঐতিহ্য থাকা সত্ত্বেও, তৃণমূল সরকারের শাসনে দুর্নীতিই দিশা দেখাচ্ছে। এই বাংলা তো এমন ছিল না। বাংলার যুবসমাজ শান্তি, কাজ, সুশাসন চায়।”