দ্য ওয়াল ব্যুরো: বিহার নির্বাচনে NDA-র জয়জয়কারের কয়েক দিন পরই ঠিক হয়ে গেল নতুন সরকার গঠনের ফর্মুলা। জোটের ভরাডুবি নয়, বরং ভরপুর আত্মবিশ্বাস নিয়ে এগোতে চাইছে বিজেপি-জেডিইউ-সহ সব শরিক দল। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় প্রতি ছ’জন বিধায়কের জন্য একটি করে বিভাগ বরাদ্দ হবে। নীতীশ কুমার মন্ত্রিসভায় কোন দল কতটা ওজন পাবে, তার হিসেবও প্রায় পাকা।
শনিবার সন্ধেয় দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে বসেছিলেন জেডিইউ-র ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় কুমার ঝা-সহ জোটের শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকের পরই মন্ত্রিত্ব বণ্টনের এই সমীকরণ সামনে এসেছে।
#REL