অমল সরকার
পার্টির জন্মের ৪৫ তম বছরে ৪৫ বছর বয়সি এক নেতাকে সর্বভারতীয় সভাপতি করতে চলেছে বিজেপি। তিনি বিহারে সদ্য গঠিত মন্ত্রিসভার সদস্য নিতিন নবীন। বিহারের চারবারের বিধায়ক তিনি। জাতীয় জাতীয় স্তর দূরে থাক, বিহারেও প্রথম সারির নেতাদের মধ্যে তাঁকে দেখা যায়নি।