দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে মুখ্যমন্ত্রী (Karnataka CM) বদলের জল্পনা ফের চড়ছে। বছরের শেষে ফের মাথাব্যথা বেড়েছে কংগ্রেসেরও। কারণ, দলের দুই শীর্ষ নেতা— মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের (Shivakumar) ক্ষমতা-টানাপড়েন আবার প্রকাশ্যে।
এই পরিস্থিতিতে শুক্রবার বেঙ্গালুরুর এক সরকারি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎই উঠে এল সনিয়া গান্ধীর (Sonia Gandhi) নাম এবং তাঁর ‘ক্ষমতা ত্যাগ’-এর ইতিহাস (Siddaramaiah Shivakumar)।
#REL