দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবেন মোদীকে নিয়ে কংগ্রেসের তৈরি এআই ভিডিও (PM's AI Video Row) ঘিরে ফের উত্তাল রাজনীতি। বিজেপির একের পর এক অভিযোগের মাঝেই বিস্ফোরক দাবি করলেন গোয়ার মন্ত্রী তথা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিষ্ণুজিৎ রানে (Goa Minister)।
তাঁর দাবি, “আমার বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতাপসিং রানে নিজে দেখেছিলেন, রাহুল গান্ধী (Rahul Gandhi) নিজের মা সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে চিৎকার করছেন। মায়ের প্রতি যদি সংসারে তাঁর এই ব্যবহার হয়, তবে দেশবাসী কংগ্রেসের থেকে কীই বা আশা করতে পারে!”
#REL