দ্য ওয়াল ব্যুরো: বিহারের নির্বাচনী তালিকা সংশোধন ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝে বুধবার এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জীবিত থেকেও যাঁদের ভোটার তালিকায় ‘মৃত’ বলে দেখানো হয়েছে, তাঁদের সঙ্গে বসে চা খেলেন তিনি। আর সেই অভিজ্ঞতার জন্য কটাক্ষ করে ধন্যবাদ জানালেন নির্বাচন কমিশনকে।
রাহুল এক্স-এ লিখেছেন, 'জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে… কিন্তু জীবনে প্রথমবার ‘মৃত’ মানুষদের সঙ্গে চা খেলাম। এই অনন্য অভিজ্ঞতার জন্য ধন্যবাদ নির্বাচন কমিশনকে।' তিনি একটি চার মিনিটের ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় সাতজন ‘মৃত’ ভোটারের সঙ্গে কথা বলছেন তিনি।
#REL