দ্য ওয়াল ব্যুরো: তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্ট (US President) হতে চান ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু ২০২৮ সালে ভাইস-প্রেসিডেন্ট (Vice President) পদে লড়ার প্রস্তাব তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন। সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি সেটা করব না। ওটা একটু বেশি চালাকি হয়ে যাবে। মানুষও তা ভালভাবে নেবে না।”
তবে সংবিধান অনুযায়ী, কোনও মার্কিন প্রেসিডেন্টকে দুই মেয়াদের বেশি নির্বাচিত করা যায় না। তবুও ৭৯ বছর বয়সি ট্রাম্প বহুবারই তৃতীয় মেয়াদে থাকার ইঙ্গিত দিয়েছেন। তাঁর সমর্থকরাও সামাজিক মাধ্যমে ‘Trump 2028’ লেখা টুপি পরে ঘুরছেন।