দ্য ওয়াল ব্যুরো: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (US Vice President JD Vance) জানিয়েছেন, প্রয়োজনে তিনি প্রেসিডেন্ট (US President) হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত। বৃহস্পতিবার USA Today-কে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যের (Donald Trump health issues) কোনও সমস্যা নেই। তিনি বাকি মেয়াদও পালন করবেন এবং আমেরিকান জনগণের জন্য দারুণ কাজ করবেন।”
তবে একই সঙ্গে তিনি যোগ করেন, “তবে ঈশ্বর না করুন যদি কোনও ভয়াবহ দুর্ঘটনা ঘটে, আমি তার জন্য প্রস্তুত। গত ২০০ দিনে আমি যে অভিজ্ঞতা পেয়েছি, তা বিশেষ ‘অন-দ্য-জব ট্রেনিং’।’’
#REL