দ্য ওয়াল ব্যুরো: এক কথায় - রেকর্ড যেন আটকে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)! আবারও তিনি ভারত-পাকিস্তান সংঘাত (India Pakistan Conflict) আটকানোর দাবি করেছেন। তবে এবার দিয়েছেন কিছু নতুন 'তথ্য'! কী বলেছেন তিনি?
ট্রাম্পের আবারও দাবি, তাঁর হস্তক্ষেপেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি (India Pakistan Ceasefire) সম্ভব হয়েছে। ফ্লোরিডার মায়ামিতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রিপাবলিকান নেতা বলেন, বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি না দিলে নাকি দুই পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধ থামাত না।