দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup) ফের বিতর্কে পাকিস্তান (Pakistan)। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বুধবারের ম্যাচের আগে একাধিক নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে সলমন আঘাদের বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB) ই-মেল পাঠিয়েছেন আইসিসি-র সিইও সংযোগ গুপ্ত। সেই ই-মেলেই পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
আইসিসি–র নিয়ম ভাঙার তালিকায় সবচেয়ে গুরুতর অভিযোগ নিষিদ্ধ এলাকায় ভিডিও করা। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘনের কথাও উঠে এসেছে।