দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত আর বলিউডের ‘মহাগুরু’ মিঠুন এবার, একসঙ্গে একই পর্দায়! শিহরণ জাগছে নিশ্চয়ই। এবার সেই অবিশ্বাস্য দৃশ্যই সত্যি হতে চলেছে।
#REL
পরিচালক নেলসন দিলীপকুমারের ‘জেলার ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিঠুনকে। ইতিমধ্যেই চেন্নাইসহ দেশের নানা প্রান্তে জোরকদমে চলছে ছবির শুটিং। খুব শিগগিরই রজনীকান্তের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন মিঠুন। শোনা যাচ্ছে, তাঁর চরিত্রটি শুধু ক্যামিও কিংবা গেস্ট অ্যাপিয়ারেন্স নয়, বরং কাহিনির মূল স্রোতের সঙ্গে জড়িয়ে থাকা পূর্ণাঙ্গ ভূমিকা।