দ্য ওয়াল ব্যুরো: কারও সঙ্গে কারও মনোমালিন্য থাকলে তা এখনই মিটিয়ে নিন। অন্তত ভোট পর্যন্ত ভাল সম্পর্ক বজায় রাখুন - বিজেপি কর্মীদের (BJP Workers) এই বার্তাই দিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর সাফ কথা, ২০২৬ সালের নির্বাচনে বাংলায় বিজেপিকে (BJP) জিততেই হবে।
বিজেপি কর্মীদের উদ্দেশে মিঠুন বলেন, ''সকলকে এক ছাতার নীচে এসে ভোট করতে হবে। তাহলেই আমরা জিতব। মনে রাখতে হবে, ২০২৬ সালে না জিতলে আমাদের অস্তিত্ব থাকবে না। তাই একজোট হয়ে ভোট দিতেই হবে।'' তাঁর সংযোজন, কারও যদি কোনও বিষয়ে খারাপ লেগে থাকে তাহলে এখনই হাত মিলিয়ে, গলা জড়িয়ে সব ঠিক করে নিন।