দ্য ওয়াল ব্যুরো: শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের তরফে প্রকাশ করা হল ‘সলিল চৌধুরি স্বর্ণাঞ্জলি’ নামে এক বিশেষ স্মারক স্বর্ণমুদ্রা। কিংবদন্তি সঙ্গীতশিল্পী সলিল চৌধুরির জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৩ নভেম্বর এই স্বর্ণমুদ্রা প্রকাশ করে সংস্থা। সহযোগিতা করেছে আনন্দপুর সলিল চৌধুরি জন্মশতবার্ষিকী সোসাইটি।
অনুষ্ঠানের শুরুতে দেখানো হয় এক অডিও, ভিজুয়াল প্রেসেন্টেশন যেখানে সলিল চৌধুরির সমসাময়িক শিল্পী ও সহকর্মী, যেমন দ্বিজেন মুখার্জি থেকে গুলজার, নিজেদের স্মৃতির কথা ভাগ করেছেন। পাশাপাশি তন্ময় বোস ও শ্রীজাত-সহ আজকের প্রজন্মের শিল্পীরাও তাঁর কাজ নিয়ে মতামত জানান।
#REL