দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের ঐকতান সাংস্কৃতিক কেন্দ্রে সম্প্রতি হয়ে গেল শহরের অন্যতম জনপ্রিয়, 'সল্টলেক সুলভ শিল্পমেলা'। দ্বিতীয় বর্ষে পা দেওয়া এই প্রদর্শনী চলেছে ৭ থেকে ৯ নভেম্বর, দুপুর দেড়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। তিন দিনে শিল্প, রং আর সৃজনের মেলায় ভরে যায় ঐকতান চত্বর।
শিল্পমেলার উদ্বোধন করেন বিধাননগর পুলিশের উপ কমিশনার অনীশ সরকার (আইপিএস)। উপস্থিত ছিলেন সমাজসেবী রুচিকা গুপ্ত, প্রাক্তন আইএএস দেবাশিস সেন (প্রাক্তন চেয়ারম্যান, হিডকো) এবং আয়োজক মল্লিকা চন্দ, ডটার আর্ট হাউস-এর প্রতিষ্ঠাতা ও কিউরেটর।
#REL