দ্য ওয়াল ব্যুরো: বিশ্বসঙ্গীত জগতের শ্রেষ্ঠত্বের মুকুট 'গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬'-এ মনোনিত অনুষ্কা শঙ্কর (Anoushka Shankar)। গ্লোবাল মিউজিক ক্যাটেগরিতে যে ক'জন ভারতীয় তারকার নাম ফুটে উঠেছে,তার মধ্যে তিনি রয়েছেন। Chapter III: We Return to Light এবং Daybreak নমিনেশন পেয়েছে।
এই নিয়ে ১২ ও ১৩ নম্বর বার তালিকায় নাম উঠল অনুষ্কার (Anoushka Shankar)। এই গ্র্যামি মনোনিত শিল্পীই আগামী বছরের শুরুতে শহরে আসছেন। পারফর্ম করবেন তিলোত্তমার বুকে। ঠিক কোথায় কনসার্টের আয়োজন করা হয়েছে, আয়োজক সংস্থার তরফে তা এখনও জানানো হয়নি।
#REL