দ্য ওয়াল ব্যুরো: ১৯৬০-এর দশক। যখন পশ্চিমা সঙ্গীতের জগৎ ডুবে ছিল রক অ্যান্ড রোলের উন্মাদনায়, ঠিক তখনই এক ব্রিটিশ সুরস্রষ্টা মনোনিবেশ করলেন প্রাচ্যের আধ্যাতিকতা আর সঙ্গীতের দিকে। তিনি দ্য বিটলস ব্যান্ডের প্রধান সদস্য, জর্জ হ্যারিসন।
ভারতীয় সঙ্গীত এবং দর্শন বরাবরই হ্যারিসনকে আকর্ষণ করত। কিন্তু তাঁর জীবনের মোড় ঘুরে গেল কিংবদন্তী সিতার মায়েস্ত্রো পণ্ডিত রবি শঙ্কর-এর সঙ্গে পরিচয়ের পর। এই সাক্ষাৎই জন্ম দিল এক বন্ধুত্ব এবং সঙ্গীতের নতুন পথের।
#REL