দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় প্যারিসের ছোঁয়া! লেখার উপকরণে এবার রোম্যান্স আর ফ্যাশনের এক মন মুগ্ধকর মেলবন্ধন নিয়ে এল স্টারমার্ক। বিখ্যাত ব্র্যান্ড শিফারের সঙ্গে জনপ্রিয় সিরিজ 'এমিলি ইন প্যারিস'-এর 'এফোর্টলেসলি চিক' ডিজাইনকে মিলিয়ে স্টারমার্ক আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল 'শিফার এক্স এমিলি ইন প্যারিস' কালেকশন, যা লেখার আনন্দকে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে।
প্যারিসের রোম্যান্স থেকে অনুপ্রাণিত এই সংগ্রহে রয়েছে সুন্দর ডিজাইনের পেন, স্টাইলিশ লেদার অ্যাকসেসরিজ ও বিশেষ গিফট সেট। প্রতিটি জিনিস এমনভাবে তৈরি, যাতে প্রতিদিনের সাধারণ লেখাও একটু বেশি সৃজনশীল মনে হয়।
#REL