দ্য ওয়াল ব্যুরো: কোনও বাণিজ্যিক বিজ্ঞাপন ছাড়াই শুধুমাত্র কবিতার প্রতি ভালবাসা ও পাঠকদের টানে দীর্ঘ ৩০ বছর ধরে প্রকাশিত হয়ে আসা 'নাটমন্দির' (Natmandir) পত্রিকার শততম সংখ্যা গতকাল (শনিবার) কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল। পুরুলিয়ার কলেজছাত্র অংশুমান করের সম্পাদনায় ১৯৯৫ সালে যার পথচলা শুরু, সেই পত্রিকাটি আজ 'নয়ের দশকের অন্যতম প্রধান কবিতাপত্র' হিসেবে পরিচিত।
কলকাতা শহরের একটি প্রেক্ষাগৃহে 'নাটমন্দির'-এর ১০০তম সংখ্যাটি প্রকাশিত হয়। কবিতা পাক্ষিক (Bengali poetry) পত্রিকার সম্পাদক যূথিকা চৌধুরী শততম সংখ্যাটির প্রকাশ করেন।