দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষায় দেশভাগ নিয়ে লেখা কবিতার সংখ্যা অগণিত। সেই কবিতাগুলিই এবার নতুন জীবন পেল, ইংরেজি অনুবাদে। অধ্যাপক ও সাহিত্য সম্পাদক অংশুমান করের উদ্যোগে প্রকাশিত হল ‘দ্য লস্ট পেনড্যান্ট’। এই অনন্য সংকলনে স্থান পেয়েছে দেশভাগকে ঘিরে রচিত উল্লেখযোগ্য বাংলা কবিতার ইংরেজি অনুবাদ।
দিল্লিতে অনুষ্ঠিত ইথোস লিটারারি ফেস্টিভ্যালে, শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় সংকলনটি। বইটি প্রকাশ করেছে ‘হাওয়াকল’ প্রকাশনী।
#REL