দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) সীমান্ত (LOC) থেকে ফের অনুপ্রবেশের চেষ্টা এবং তা ব্যর্থ করল নিরাপত্তাবাহিনী। শুধু তাই নয়, দুই জঙ্গিকে নিকেশ করতেও সক্ষম হয়েছে তারা।
বৃহস্পতিবার সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে বান্দিপোরার গুরেজ সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করা হয়। সেনার দাবি, সীমান্তে সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে জওয়ানদের। কিছুক্ষণের মধ্যেই সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। সেই সংঘাতেই দুই অনুপ্রবেশকারী জঙ্গি নিহত হয়। এখনও গুরেজে অভিযান চলছে বলে জানিয়েছে চিনার কর্পস।