দ্য ওয়াল ব্যুরো: শারজার গ্যালারিতে এবার তেরঙ্গা নয়, নেচে উঠল লাল–নীল পতাকা। দর্শক আসনে ঢাকঢোল, স্লোগান, নাচগান। আর বাইশ গজে লেখা হল ইতিহাস। একদা টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়ে সিরিজ জিতে নিল নেপাল (Nepal)! তাও ২-০ ব্যবধানে, এক ম্যাচ হাতে রেখেই। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের এমন ভরাডুবি কে কল্পনা করেছিল?
শুরুতেই ধাক্কা, শেষ পর্যন্ত ধস