দ্য ওয়াল ব্যুরো: একজন কিংবদন্তি শিল্পীর প্রভাব যে দেশের গণ্ডি পেরিয়ে কত দূর পৌঁছতে পারে, তা আরও একবার প্রমাণ হল। গায়ক জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে যখন ভারতজুড়ে গভীর শোক, ঠিক তখনই তাঁকে স্মরণ করে এক বিশেষ উদ্যোগ নিল প্রতিবেশী দেশ পাকিস্তানের জনপ্রিয় পপ-রক ব্যান্ড— 'খুদগর্জ'।
সম্প্রতি করাচিতে এক অনুষ্ঠানে জুবিন গর্গের কালজয়ী গান 'ইয়া আলি' পরিবেশন করে শ্রদ্ধা জানায় ব্যান্ডটি। 'খুদগর্জ' ব্যান্ড তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই পরিবেশনার একটি ক্লিপ শেয়ার করে একটি ক্যাপশন লেখে, "করাচি থেকে ভালবাসা রইল, জুবিন গর্গ—তুমি চিরকাল আমাদের প্লেলিস্টে থাকবে। ধন্যবাদ।"