দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় অসমীয়া গায়ক জুবিন গর্গের দেহ রবিবার গুয়াহাটি বিমানবন্দরে এসে পৌঁছনোর পর থেকেই সেখানে আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে জড়ো হয়েছিলেন হাজার হাজার ভক্ত।
বিমানবন্দরে জুবিনের স্ত্রী গরিমা সৈকিয়া গর্গ তার দেহ গ্রহণ করেন। কফিনটি বুকে জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন। শিল্পীর মরদেহের এই শোকযাত্রা এক অসামান্য শ্রদ্ধার প্রতীক হয়ে ওঠে। বিমানবন্দরের বাইরে ভক্তরা তার গান গেয়ে এবং 'জয় জুবিন দা' স্লোগান দিয়ে প্রিয় শিল্পীকে শেষ সম্মান জানান। অনেকের হাতেই ছিল জুবিনের প্রতিকৃতি এবং ঐতিহ্যবাহী অসমীয়া গামোসা।