দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল-গাজা সংঘাতে (Israel Hamas Conflict) নতুন মোড়। সূত্র মারফৎ জানা গেছে, হামাস নতুন যুদ্ধবিরতির প্রস্তাব (Ceasefire) মানতে রাজি হয়েছে। সোমবার এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, হামাসের এক প্রতিনিধি কোনও সংশোধন ছাড়াই ওই প্রস্তাবে সম্মতি দিয়েছে।
নতুন যে যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে তাতে অন্তত ৬০ দিনের জন্য যুদ্ধ বন্ধ থাকবে। এই সময়ে কমপক্ষে ১০ জন ইজরায়েলি বন্দি মুক্তি পাবে, পাশাপাশি কয়েকজনের মৃতদেহও হস্তান্তর করা হবে। ইজরায়েল অবশ্য এখনও এই প্রস্তাবের সপক্ষে বা বিপক্ষে কোনও জবাব দেয়নি। তাই গোটা বিষয়টি চূড়ান্ত হওয়া এখন তাদের হাতে।
#REL