দ্য ওয়াল ব্যুরো: ইসরায়েলের সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার এবং নতুন করে ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ১০০ জন। এর মধ্যে শুধু ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পর প্রাণহানি হয়েছে ৩৫০ জনেরও বেশি।