দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে দ্রুত ইজরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে সম্মত হওয়ার কঠোর বার্তা দিয়েছেন। ট্রাম্প সতর্ক করে বলেছেন, হামাস যদি বিলম্ব করে, তবে গাজায় আরও বিপর্যয় ঘটার ঝুঁকি থাকবে।
নিজের 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে ট্রাম্প সরাসরি বলেন, তিনি কোনো ধরনের বিলম্ব সহ্য করবেন না। "হামাসকে দ্রুত এগোতে হবে, নয়তো সব হিসেব বদলে যাবে। আমি কোনও বিলম্ব সহ্য করব না, যা অনেকেই ভাবছেন যে হতে পারে, অথবা এমন কোনও পরিস্থিতি যেখানে গাজা আবারও হুমকি হয়ে উঠবে।" ট্রাম্প আরও বলেন, "দ্রুত এই কাজটা শেষ করা যাক।"