দ্য ওয়াল ব্যুরো: প্যালেস্টাইনের গাজা অভিমুখে অভিযান অবিলম্বে বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলি সেনার আর্মি রেডিও একটু আগে এই খবর দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি একে একে ইজরাইলের এই পদক্ষেপের খবর প্রচার করতে শুরু করেছে।
তারা বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রবল চাপের মুখে নেতানিয়াহু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। এছাড়া দেশের অভ্যন্তরেও তিনি চাপের মুখে পড়েছেন। ইজরায়েলের একাধিক রাজনৈতিক দলও যুদ্ধ বিরোধী চেয়ে সরকারের উপর চাপ তৈরি করেছিল।
#REL