দ্য ওয়াল ব্যুরো: জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে জম্মু পুলিশ (Jammu Police) গ্রেফতার করল ১৯ বছরের এক যুবককে। রিয়াসির বাসিন্দা ওই যুবক কিছুদিন ধরে বসবাস করছিল জম্মুর (Jammu Terrorist) বাথিন্দি এলাকায়। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। পুলিশ জানাচ্ছে, অনলাইনে র্যাডিক্যালাইজড হয়েছিল সে এবং কোনও সন্ত্রাসমূলক হামলার পরিকল্পনাও করছিল বলে সন্দেহ। তদন্তকারীদের দাবি, পাকিস্তান-সহ (Pakistan) বিদেশে থাকা জঙ্গি মদতদাতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল ওই যুবকের।
#REL