দ্য ওয়াল ব্যুরো: ফের গ্রামীণ সালিশি সভাকে কেন্দ্র করে উত্তেজনা। ফের রাজ্যে আক্রান্ত হতে হল পুলিশকে (West Bengal Police)।
মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুরে এক তরুণীর ইভটিজিংয়ের (Eveteasing) অভিযোগ ঘিরে বসেছিল সালিশি সভা। সেখানেই অভিযুক্ত যুবককে (Accused Person) ধরে প্রকাশ্যে মারধরের অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গেলে উল্টে তাঁরাই আক্রান্ত হন।