দ্য ওয়াল ব্যুরো: ১৯৭১-এর ঐতিহাসিক বিজয়কে সম্মান জানাতে এবং বিজয় দিবস ২০২৫-এর উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করতে আজ কলকাতার বিজয় দুর্গে (Vijay Durga) বিশেষ অনুষ্ঠান আয়োজন করল ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) ইস্টার্ন কমান্ড। এই Curtain Raiser অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল সেই উদযাপন, যা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধে (India Pakistan) ভারতীয় সশস্ত্র বাহিনীর অসামান্য সাহস, আত্মত্যাগ ও দৃঢ় মনোবলের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন মেজর জেনারেল ভঙ্গুরু রাঘু, এসএম, ভিডিভিএসএম, এমজিজিএস।
#REL