দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরে প্রায় সাড়ে চার হাজার অগ্নিবীর অংশগ্রহণ করেছেন। পাকিস্তানের সঙ্গে তিনদিনের সংঘর্ষে তাঁদের ভূমিকা ছিল অসাধারণ। ভারতীয় সেনার তিন বাহিনীর সদস্য দফতর এই মর্মে প্রতিরক্ষা মন্ত্রককে রিপোর্ট দিয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, তিন বাহিনীর প্রধানই রিপোর্টে অগ্নিবীরদের চুক্তির মেয়াদ বৃদ্ধির সুপারিশ করেছে। সেই সঙ্গে তাদের পাকা চাকরিতে রেখে দেওয়ার সংখ্যা বৃদ্ধির সুপারিশও করা হয়েছে।