দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) কাঠুয়া জেলার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের (Illegal Entry) চেষ্টা করেছিল এক পাক নাগরিক। তাকে গ্রেফতার করে বিএসএফ (BSF)। মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের একই রকম চেষ্টা হল এবং এবার রক্ত ঝরল। কাশ্মীরে ফের শহিদ হলেন এক ভারতীয় জওয়ান (Indian Army)।