গার্গী দাস
শুক্রবার ডিব্রুগড়গামী চলন্ত রাজধানী এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক আট মাসের শিশু। শ্বাসকষ্ট শুরু হয়, অজ্ঞান হয়ে পড়ে সঙ্গে সঙ্গে। বিপদ আগে থেকে টের পাননি বাবা-মা, কিছু বুঝতে পারছিলেন না তাই। ট্রেনে এমন হলে কী করতে হয়, তাও অজানা। এগিয়ে আসেন এক সেনা জওয়ান।