দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে ফের শহরে ইডি অভিযান (ED Raid)। এবার মানবপাচার (Human Trafficking) মামলায় দক্ষিণ দমদমে এক ইঞ্জিনিয়রের বাড়িতে হানা দিলেন আধিকারিকরা। সূত্রের খবর, বিরাট কোনও তথ্য উদ্ধার হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে সল্টলেকেও তল্লাশি শুরু হয়েছে। জগদীশ সিং নামের একজনের বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা। ঠিক কোন মামলায় এই অভিযান, তা জানা যায়নি।
#REL
গত ৭ সেপ্টেম্বর বালি পাচার তদন্তে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় ইডি। বেহালা, ঝাড়গ্রাম-সহ রাজ্যের ২২ জায়গায় তল্লাশি অভিযান করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।