দ্য ওয়াল ব্যুরো: জাতীয় পতাকা মানে দেশের গর্ব, ঐক্যের প্রতীক। ভারতের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। বছরভর নানা অনুষ্ঠানে পতাকা দেখা গেলেও, দু’টি দিনে এর গুরুত্ব একেবারেই অন্যরকম, একটি ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, অন্যটি ১৫ অগস্ট স্বাধীনতা দিবস। কিন্তু জানেন কি, এই দুই দিন পতাকা তোলার ধরনে সামান্য পার্থক্য থাকে? একদিন ‘উত্তোলন’ হয়, অন্যদিন ‘উন্মোচন।’
পতাকা উত্তোলন মানে কী?