দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর (Operation Sindoor) চলাকালীন ভারতীয় বাহিনী পাকিস্তান (Pakistan) ও চিনের (China) যৌথ আঘাতের মুখে পড়েছিল বলে জানাল নয়াদিল্লি। অপারেশন সিঁদুরের মোকাবিলায় পাকিস্তানের সামরিক অভিযানে সাহায্য করছিল বেজিং। শুক্রবার এই বিস্ফোরক তথ্য জানিয়ে সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ (ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেন্যান্স) লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ বলেন, চিন সরাসরি রিয়েল টাইমে তথ্য ও সামরিক সহায়তা দিচ্ছিল পাকিস্তানকে।