দ্য ওয়াল ব্যুরো: শ্রীনগরের নওগাম থানায় (Srinagar Nowgam PS) শুক্রবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণে (Blast) মৃত্যু হয়েছে ৯ জনের। জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu Kashmir Police) প্রাথমিকভাবে জানিয়েছে, এটি একটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ, তবে এর সূত্র রয়েছে হরিয়ানার ফরিদাবাদে সন্ত্রাস দমন অভিযানে উদ্ধার হওয়া বিপুল বিস্ফোরক-সম্ভারে।
মৃতদের মধ্যে রয়েছেন, রাজ্যের বিশেষ তদন্ত দফতর (SIA)-এর এক কর্মী, FSL-এর তিন বিশেষজ্ঞ, দুই জন ক্রাইম-সিন ফটোগ্রাফার, দুই রাজস্ব আধিকারিক এবং তদন্তকারী দলের সঙ্গে যুক্ত এক দর্জি।
কীভাবে হল বিস্ফোরণ?