দ্য ওয়াল ব্যুরো: লালকেল্লা বিস্ফোরণ (Delhi Red Fort blast) মামলায় বড় পদক্ষেপ করল ভারতীয় নিরাপত্তাবাহিনী (security forces)। শুক্রবার গভীর রাতে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হল সন্দেহভাজন চিকিৎসক ডাঃ উমর উন নবির পুলওয়ামার বাড়ি (Umar Nabi Pulwama house demolition)। সরকারি সূত্র জানিয়েছেন, তদন্তের অংশ হিসেবেই এই ‘কন্ট্রোল্ড ডেমোলিশন’ (controlled demolition) করা হয়েছে। বিস্ফোরণে একটি IED (উন্নত বিস্ফোরক ডিভাইস) ব্যবহার করা হয়।
বৃহস্পতিবার ও শুক্রবারের সন্ধিক্ষণে গভীর রাতে অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী।