দ্য ওয়াল ব্যুরো: অস্ত্র নেই, সেনাবাহিনীর পোশাক নয়, তাও 'অপারেশন সিঁদুর'-এ (Operation Sindoor) সামিল হয়েছিল পাঞ্জাবের শ্রবণ সিং। সীমান্তে যখন সেনারা নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত সেইসময় তাঁদের 'শক্তি' জোগাতে দুধ, লস্যি পরিবেশন করে দিচ্ছিল এই খুদে বালক। তাঁর এই উদ্যোগকেই সম্মানিত করল ভারতীয় সেনা।