দ্য ওয়াল ব্যুরো: কলেজের ছাত্রীদের উপর দাপট দেখানো, বিয়ের টোপ দিয়ে প্রতারণা, পুলিশের সঙ্গে হাতাহাতি—কসবাকাণ্ডে (Kasba Incident) প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রর (Manojit Mishra) অপরাধের তালিকা যেন থামতেই চাইছে না। ল কলেজে গণধর্ষণকাণ্ডে গ্রেফতার হওয়ার পর তার একের পর এক কুকীর্তি সামনে আসছে।
ছাত্রীদের বয়ান অনুযায়ী, মনোজিৎ প্রায়ই কলেজের মেয়েদের ‘বিয়ে করার’ প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে শিক্ষকদের উপর চাপ সৃষ্টি, কলেজের বিভিন্ন বিষয়ে প্রভাব খাটানো—সবেতেই তার নিয়ন্ত্রণ ছিল বলে অভিযোগ।