দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম ঘটনায় (Pahalgam incident) যুক্ত লস্কর-ই-তইবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)-এর অর্থ জোগানো ও সংগঠন প্রচারের অভিযোগে গ্রেফতার দুই অভিযুক্তকে ‘ডিফল্ট’ জামিন (default bail granted) দিল আদালত। জম্মুর বিশেষ NIA আদালতের বিচারপতি সন্দীপ গন্দোত্র বৃহস্পতিবার রায় দেন যে, তদন্তকারী সংস্থা ৯০ দিনের মধ্যে চার্জশিট দাখিল না করায় (NIA failed to submit chargesheet) অভিযুক্তদের আইনি অধিকার (legal right) অনুযায়ী জামিন দিতে বাধ্য আদালত।