দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) রেয়াসি জেলায় ভয়াবহ ধসের জেরে মৃত্যু হল এক সরকারি আধিকারিক ও তাঁর ৬ বছরের ছেলের। মৃত রাজেন্দ্র সিং ছিলেন রামনগরের এসডিএম (SDM)। এই দুর্ঘটনা ঘটে সলুখ ইখতার নালার কাছে, যখন সপরিবারে গ্রামের বাড়ি পাত্তিয়ানে ফিরছিলেন তিনি।
ধারাবাহিক বৃষ্টিপাতের জেরে আচমকাই ধস নামে (Landslide) পাহাড়ি রাস্তায়। ওই সময় তাঁদের গাড়িটি ধসের জেরে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেন্দ্র সিং এবং তাঁর ছেলের। আহত হন তাঁর স্ত্রী এবং আরও দু’জন আত্মীয়। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।