দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকার সঙ্গে তুমুল ঝগড়া। তাঁকে ঘরে বন্ধ করে বুধবার গভীর রাতে আত্মঘাতী (Man died by suicide) হলেন গুয়াহাটির যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তরুণী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গুয়াহাটির কাহিলিপাড়ার কল্যাণী নগর এলাকায় থাকতেন নবজ্যোতি তালুকদার ও সুশ্মিতা দাস নামে এক যুগল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরেই লিভ ইন সম্পর্কে (Live in Relationship) ছিলেন তাঁরা। কিন্তু গত কয়েক মাস ধরে দু’জনের মধ্যে ঝামেলা ও মনোমালিন্য বেড়ে গিয়েছিল।
#REL