দ্য ওয়াল ব্যুরো: ফের পথকুকুরকে (Stray Dogs) কেন্দ্র করে মারাত্মক ঘটনা। না, এবার কেউ কামড় খাননি। তবে পথকুকুরদের খাওয়াতে গিয়ে মার খেতে হল এক মহিলাকে (Woman)। গাজিয়াবাদের বিজয়নগরের (Vijaynagar, Ghaziabad) এক হাউজিং সোসাইটিতে ঘটেছে এই ঘটনা।
কুকুর খাওয়াতে গিয়ে শারীরিক হেনস্থার শিকার হলেন এক তরুণী। অভিযোগ, স্থানীয় এক বাসিন্দা টানা আটবার (Eight Times Slap) তাঁকে চড় মারেন এবং তাও মাত্র চল্লিশ সেকেন্ডের মধ্যে। গোটা ঘটনাটি মোবাইল ফোনে ধরা পড়েছে এবং ইতিমধ্যেই তা সামাজিক মাধ্যমে ভাইরাল (Viral Video) হয়ে উঠেছে।
#REL
কী ঘটেছিল